ইডেন উগরায় ঈশ্বরের শ্রেষ্ঠতম প্রতীমা
ভূজঙ্গের মুখে দৈবের প্রশ্নে ৷
ভেস্তার কুমারী নয়,
নয় আত্মার শুদ্ধি ধ্যানেরও শেষবিন্দুতে ৷
আলোর সাথে মিশবে বলে আঁধার;
সত্যের অবগুন্ঠণ পুড়ছে অবুঝ হাত
নিষিদ্ধ মুক্তির তপ্ত শ্লোগানে ৷
সাদ্দাদের অভূক্ত ঐশ্বর্যের গোলকধাঁধায়
ঘুরপাক খায় বারে-বারে উলঙ্গ নির্বাসন ৷
খায়েশের গোলামী আজ পঞ্চেন্দ্রিয়ে ৷
পড়েছে কামনার কটা চোখ স্বর্গ কাননে ৷
তেড়ে আসে উম্মত্ত বৃষ গোলাপ মোদকে!
দাঁড়ায় বিশ্বাস বুলন্দ দারাজে,
পর্দারও ওপাশের শুভ্র ইশারাতে ৷
বিচারের কাঠগড়ায় যখন ভুলেরও ভুল,
অন্ধ আবেগে কর্তিত চুল!
হায় গুজবেরও শবের ফুল!
নামাতে কি পারে অমাবস্যা
কালোবাদুড়ের ঝাঁক?
সিরাজের আকাশে যে ঐ পূর্ণিমার চাঁদ!