মৃত্যু লেখে মৃত্যুরও মৃত্যু
তর্জনীরও রক্ত দোয়াতে ৷
দোল খায় তব খর্জুরও পাতা
গুলবাগেরও বাতাসে ৷
অনন্তে শুধু জয়েরও প্রতিধ্বনি
শিকল বাঁধা পায়ের ৷
ওজন মাপে অস্ট্রিচেরও পালক
বুক চেরা আগুনের ৷
আউড়ে যায় সাদা কাগজ
ধারাল থাবারও নিপাতে ৷
অন্তমিল হারায় কবিতারও পংক্তি
যেন শব্দেরও সালাদে ৷
লেগেছে শাসকেরও বসনে
অভিশপ্ত গোলাপী ডোরা ৷
বিউগলের করুন সুরেও আজ
হলো অবলা মুখরা ৷
উড়ে জিতেন্দ্রিয় পতাকা
শব পর্বতেরও পর ৷
গিলে অগ্নিহ্রদেরও পিঙ্গচক্ষু
কেক সম্রাজ্ঞীরও গতর !
প্রসিল বীর ভুখারও বিপ্লব
শাপদও সংকুলে ৷
আত্মহুতি দেয় বীরাঙ্গনা
মুক্তিরও সৌরভে ৷