লেখেছিল একদা মন্ত্রকেরও প্রজ্ঞা সত্যের তালিম
প্যাপাইরাসে ভবিষ্যতেরও তরে ৷
জাগে অন্তর্দৃষ্টি আঁধারে,নসিয়ত করেছিল বলে পিতা
বারশিষ্যে গতর ফাঁড়া বিশ্বাসেরও রক্তে ৷
বহায় নোনতা জলের নহর আবেগ উতরানো কালি
নীল বিচ্ছেদেরও দুরত্বে !
রোদপোড়া তামাটিয়ারও ঘ্রান পায় জনক এপাড়ে
বিভুঁইয়েরও ঘর্ম শুকানো কাগজে ৷
লেখেছিল আপেলে প্রেম দেওয়ানা যৌবন বর্নে-বর্নে
স্বপ্ন প্রেয়সীরও তরে ৷
আর এঁকেছিল লাল গোলাপ আঙ্গুরী পরা হাত
নকশী পাতায় ধনুছোড়া কপোতী আবেশে ৷
কম্পিত যুগল বাঁধে অজাচারে নষ্টের কর্কট সম্পর্কে
বিশ্বাস চেরা চিঠিরও সংকেতে !
টানে নিঃসঙ্গতা বিচ্ছেদেরও শেষ যতি প্রতিশোধে
বেদনারও ধু-ধু শুন্যস্থানে ৷
জাগে দ্রোহ গনিকালয়েরও একরোখা বন্দী পূন্যতায়
কলমী প্রতিবাদে লোলুপ কামনারও তরে,
জানায় হতাশা শেষগন্তব্য চিরকুটেরও বিয়োগান্তে
ব্যর্থ প্রেমেরও অভিধানে ৷
প্রতিজ্ঞারও মৃত্যু কূপে ঝেপেছিল পর্দার রমনী
সহস্র অশ্বারোহীরও সনে ৷
লক্ষ ধারায় ঝরে প্রশস্তিরও বার্তা গোলাপী শুভেচ্ছায়
ভক্তিরও মাতলামিতে ৷
দখলের হারমাদি ফরমানে পায় দস্যু লুটের ম্যান্ডেট
সামন্ত প্রভুরও ছায়া অস্তিত্বে !
কথারও বিষ ছড়ায় খোদিত চিরতা তিক্ত উপহাস
বেনামি ঘৃনারও বিস্ফোরণে !
ঝরেছিল খুম একদা লাল-সাদা গোলাপেরও বাগে
তোলা আজও আর্কাইভে ৷
খুনের বৃত্তান্ত আওড়ায় হন্তারক তিয়াস রক্তদোয়াতে
নিষ্ফলা তদন্তেরও হাপিত্যেশে !
শুনতে কি পাস কঞ্জুস সময় হৃদয়েরও স্পন্দন
মোড়ানো হলুদ খামে ?
খাবি খায় অতৃপ্ত প্রতীক্ষা শুধু হা-নায়েরও সংলাপে
গতিরও নিগ্রহী প্রহরে ৷