ঝরে পড়ে যখন শালেরও পাতা
বোরিয়ারও শঙ্খনাদে ,
উবে যায় প্রত্যাখাত মেঘেরো দল
কুয়াশারও অশ্রুপাতে ৷
ভুলে অরিথিয়া কলকন্ঠেরও গীতি
পঞ্চদশীরও চাঁদে ;
ফুটুছে যে আজ লাল ডালিয়া তব
প্রতিজ্ঞারও সাতপাকে ৷
ছোবল মেরেছে প্রেতপুরীরও সর্প
পার্সিফোনেরও পদে ;
বুনে চন্দ্রমল্লিকা শোকেরও উত্তরীয়
কৃষ্ণ স্মৃতিরও স্মারকে !
অবশ্য উর্বরতা আঁকবে বলে রঙে
বিটপীরও মরা ডালে ,
ঢেকে যায় কোকুনে প্রজাপতি মন
হিম ডাকিনীরও মন্ত্রে ৷
উপড়ায় পাইনেরও শিকড় রিক্ত বন্ধ্যাত্ব
পন আক্রোষে !
মুছে যায় নিদ্রাপোয়াতি ধরণীর দুখ যত
তুষারেরও ধারাপাতে ৷
নিঃস্ব তিমিরে জেগে থাকে সাতটি তারা
দীর্ঘ রজনীরও আরতিতে ৷
লাগে ইনকা গাঁদায় আর্তিমিসেরও চুমো
প্রেমেরও আরাধ্যে ৷
জমাট বাঁধে কন্যাকুমারীরও নিঃশ্বাস
প্রৌঢ় কম্পিত করে ৷
শুভ্রতায় নকশা খোদে চিড় ধরা কাঁচ
উত্তরেরও করুণ সুরে ৷
নীলিমা যপে লালিমায় প্রভাতের আলো
করাল কর্কটেরও প্রান্তে ৷
ভালবাসা রচে রক্তগোলাপেরও উল্কি
রবিনেরও বুকে ৷
নুয়ে পড়ে মেদিনীতে শস্যেরও শীষ
শিশিরসিক্ত ভক্তিতে ৷
খোবানি বাগিচা ছড়ায় প্রসূন সুগন্ধি
দিবসেরও অভিমানে ৷
ঢেকে যায় সুপ্ত পাথার বরফ কমলে
জাফরান ফোটা ভোরে ৷
তাকিয়ে রয় সূর্যমুখী আসমান পানে
অংশুমালীরও প্রেমে ৷