ভূতল হারায় যেথা শ্যামল শামিয়ানা
অরণ্যেরও প্রান্তে ৷
হয় দগ্ধিভূত তৃণশয্যারও শীতল সুখ
মার্তন্ডেরও রোষে ৷
চেপেছে যখন কারুনেরও দৌলত
ভ্রষ্ট উটেরও পিঠে ,
মারে ছোরা উষ্ণতারও মেকি আলিঙ্গন
তপ্ত মরুরও বুকে ৷
ছুটে বাজেরও নখর তুলপার সাহসে
ভয়ার্ত ধাবকেরও পিছে ৷
ধ্বজভঙ্গ মরদ খুঁজে যখন কামনারও সুধা
মরুচারী বিহঙ্গেরও পলে ৷
সাজে হুবারা বউ অধর্মেরও ধর্ম চুক্তিতে
ক্ষণিকেরও নষ্ট বসন্তে !
ছুবে বলে শত হুর মুক্তো নগরীরও শেখ
মাতলামিরও হেরেমে !
তৈলাক্ত ঐশ্বর্য্য ছড়াবে আতরেরও খশবু
গোলামীরও ঘর্মাক্ত দুর্গন্ধে !
বন্দি যখন চীর যৌবনেরও হ্রেষা মিথ
কল্পনারও নীল কোটরে ,
মুছে যায় অবাধ্য লালস্যেরও কালো দাগ
কাজীরও পবিত্র পাঠে ৷
চুমো খায় গন্ধম আবেগ লুন্ঠিত বৈধব্যে
কাবিলেরও ঠোঁটে ৷
দেখে যখন ডেইজীরও চোখ পলকা আয়েশ
পাপ পাতনেরও ফতোয়াতে ,
নেমে আসে মর্তে পরীস্থানেরও নন্দিত স্বর্গ
এক মনোহরষি নরকে !
দেখে মধুকর বহু ফুল পিয়াসেরও খোয়াব
মধুচন্দ্রিমারও অহে ৷
পড়ে থাকে নষ্টামী শুধু স্মৃতিরও তলানিতে
প্রেম বিনা অন্তরঙ্গে !
বাঁধে ক্ষনিকেরও নষ্ট নীড় আদিম বন্যতা
কৃষ্ণপক্ষেরও রাত্রিতে ৷
পূণ্যেরও বোতলে তোলা যত পাপেরও সুরা
জ্বলসে শুধু কাবাব অগ্নিতে !