ঝরে যখন বার্চেরও পাতা দক্ষিণা বাতাসে
লালেরও সাদা রূপান্তরে ,
গিলে কালোচিতা রাত সফেদ শশক দিন
নিষ্ঠুর নরবলিরও দেশে !
দেয় আঁচড় সাতরং ম্যাপলেরও পাতায়
শ্বেত ব্যাঘ্রেরও গর্জনে ৷
জাফরানি অটবি যেন শোকে মুহ্যমান
হারানো মেঘেরও শোকে ৷
স্মরে স্মৃতি অতীত দৈবেরও আশীর্বাদ
খর্জুর শাখেরও শুক্কাতে ৷
জ্বলে উঠে জেকেরলন্ঠন খোদিত কুমড়ায়
অতৃপ্ত প্রেতপুরীরও ডরে !
উল্টে যায় রোজনামোচারও শেষ পৃষ্ঠা
সবুজ সময়েরও সমাপ্তে ৷
প্রসবে বলে বিষাদ উর্বরতারও মিষ্ট উদর
রিক্ততারও দিকচক্রবালে ৷
পড়ে থাকে শুধু খড়েরও গাঁট মৃদু উষ্ণতায়
শেষ গোধূলিরও আঁচে ৷
দেয় নীলাভ পপলার যৌবনেরও শেষ হাসি
বিরাগী শীতেরও আগে ৷
চিড় ধরার যখন হেডিসেরও অপয়া হাত
নাশেরও ক্ষুধাতুর ভূতলে ,
ছিনিয়ে নেয় ত্রাস গুলবাগেরও টিউলিপ
ধ্বংসেরও উতলা খেয়ালে !