নৃশংসতার সাক্ষ্য দিয়েছিল যবে থ্যাতলানো করোটি
ইতিহাসেরও ঘৃণ্য আস্তাকুঁড়ে !
এঁকেছিল শুধু সভ্যতার চিহ্ন ভাঙা উরুস্থিরও জোড়
প্রত্নেরও খুনে পাতালে !
শিখেছিল আমাবস্যা হিমাংশু বিনে তিক্ত রজনী
আঁধারেরও পরতে-পরতে ৷
যুগিয়েছিল কুটি তারারও মালা সুরগঙ্গার প্রেরণা
নিষ্প্রভা অসীম শূন্যে ৷
মিটিয়েছিল কালোষাঁড়েরও ক্ষুন্নিবৃত্তি যবের শীষ
সত্যেরও পয়গাম্বরী স্বপ্নে ৷
ইস্তফা দিয়েছিল উদাসীনতা হুমকিরও দামামায়
কলাপিরও বুকফাটা বিলাপে !
বাঁধে আরোগ্য সাতপাকে কম্পিত রুগ্নতারও সনে
একলিপায়াসেরও অভিশপ্ত মন্ত্রে ৷
যষ্টি ছোয়ায় মেষপালক রাখাল অবিশ্বাসের কপালে
সান্ত্বনারও অমিতাভী পলকে ৷
পুয়াতি মায়ের বাসনা অনাবৃত করে সোনালী বিধান
অনাগতেরও বন্ধুর সংকটে ৷
তপ্ত মুরু ছড়ায় তবে প্রভুর সুভাষ উদয়েরও পানে
কুৎসিত ব্যাবধানেরও নিপাতে ৷
হাবুডুবু খায় মুক্তি কষ্টের পর কষ্টেরও উতলে
নীল ঝুমকোরও পুনজন্মে ৷
সহস্রভূজা নির্বাণ ফুটায় শতপদ্ম বিষাদ সিন্ধুতে
ক্ষণভঙ্গুর মিথ্যারও বিসর্জনে ৷
আঁকড়ে ধরে করতল বিমর্ষ চন্দ্রমল্লিকা ভালবাসায়
ধ্বংসেরও করাল কর্কটে !
মুছে দেয় মরা নীলেরও দুঃখ বাহার আল জেবেল
প্রেমেরও শুভ্রতম স্রোতে ৷
পরেছে শোকার্ত আসমান কৃষ্ণ যন্ত্রণারও আলেয়ানী
মেঘভাঙা বারিষে !
হিংসারও নেকড়ে নরকে নিভে জুগুপ্সিত দাবানল
শ্বেতপপিরও উপসংহারে ৷
আক্রোশ যদি ফাঁড় ধরায় আবার একি অনুভবে
অস্তিত্বেরও আত্মঘাতী নাশে ,
গুহাকে স্মরণ করো হে , শীত রিক্ত অবহেলা
পাতা ঝরা শালেরও বনে ৷