ফুটে তারাঝরা রাতেরও উল্লাসে
প্রেয়সী আঁধারেরও তরে ৷
ছড়ায় সৌরভ মাতালও কুঞ্জ
আজি কন্যাকুমারী শারদে ৷
জাগে সুকান্ত ক্লোরিসেরও নিঃশ্বাসে
বাদলা দক্ষিণা হাওয়াতে ৷
সাজে গুলবাগ থোকা-থোকা ফুলে
আফ্রোদিতিরও প্রলাপে ৷
যেন সন্তেরও চোখ তাপিত বিহনে
নিষ্পাপী হরিৎ দর্শণে ৷
মাখে স্বর্গসুষমা বৃষ্টিস্নাত প্রহর
রক্তিম গোধূলিরও পরে ৷
পাতে নন্দকানন সবুজেরও চাদর
লেটোরও মায়াবী চুম্বনে ৷
মুছে ছন্নছাড়া প্রভাত শিশিরের অশ্রু
সোনালী তপনও ময়ূখে ৷
জাফরিতে পাঁকায় জট অবাধ্য লতা
অবুঝও বুনো আকর্ষে ৷
আঁকড়ে ধরে থাকে যেন প্রণয়ী তব
প্রাণেশ্বরেরও বুকে ৷
চেয়ে রয় কামুকও মেঘ সচকিতে
সিঞ্চিত ধরণীরও পানে ৷
কাঙাল মৃত্তিকা হলো প্রসূনে পুয়াতি
এক আবাহনী আরতিতে ৷