বসে থাকে আদিম বন্যতা
সভ্যতার সাফারীতে ৷
করুণা দেখায় সাদা হাত
এক পাউন্ড লবনে!
শোকেসে যখন ভয়
অর্ধবসনে,
মিথ্যারও কালোমঞ্চে
কামড় বসায়
অন্তরীপের আদমখোর
শ্রেষ্ঠত্বের গলে!
সুর হতে অসুরের মাজের
মেকি শূন্যতায় মানবতা সাজে
বিনোদনের সঙ
সর্ব প্রাণের আরাধনায়!
খাঁচারও পিছে
প্রথার সৌন্দর্য দেখায়
ধারালো দাঁত ৷
ব্যঙ্গ করে নষ্ট প্রহসন
ইবলিস কৌতূহলে ৷
গিলে খায় নিজেকে নিজে
আত্মপ্রদর্শনের ওরাবোরাউ!
বৃত্তের নীরবতা আওড়ায়
মৃত্যুর সম্মোহন!
দাঁড়ায় এসে কালোছায়া
নরকরোটি হাতে
অস্তিত্বেরও শেষ বিন্দুতে!
আশ্রয় খুঁজে রং এর এতিম
কৃষ্ণগোরে;
পোড়া বারুদেরও
চোখ জ্বলসানো নিঃশ্বাসে!
ভুলে যায় ভবিষ্যৎ
ইতিহাসের পাওনা ৷
এখনও অসমাপ্ত যে রাত
দিনেরও আলোতে!