বন্দুকের সামনে আজ প্রভু নির্বাচিত বিশ্বাসে!
সভ্যতা মুড়ায় ব্যঙ্গে আদিম বন্যতা!
নীলের রাজ্য যখন জহরতের বিষনাগ,
পাঁচ ডলারের ত্রাতা গাঁথে পূর্ণতার জয়মাল্য
আদিম সন্তানেরও কর্তিত মস্তকে!
নিরুত্তর প্রশ্নগুলো ৷
খোদে বর্বরতা ছুড়ে এপাচীর তীর
মুক্তিরও ব্যর্থ প্রয়াসে!
পালায় হরিণের পাল ধ্বংস দাবানলে!
কাঁদে কৃষ্ণপাথর রক্তেরও অশ্রুতে ৷
বনি আদম বনে প্রদর্শনেরও ডিওরম
বিকৃত কৌতূহলী তিয়াসে!
তাচ্ছিল্যে শিস মারে শ্রেষ্ঠত্ব!
সংলাপ হারায় দ্বিভুবনের বাসিন্দা
বিলুপ্তিরও শেষ প্রান্তে ৷
সমাপ্তিরও পরিচয় এই বলে,
"তুমি থাক, আমি যাই ৷"
গোধুলিরও অস্তাচলে ৷