বন্ধন গাঁথে মালা ঝরা বকুলেরও মায়ায়
আনুগত্যেরও ফোঁড়ে ৷
তাকিয়ে রয় শৃঙ্খলিত চোখ ফাঁকা দেয়ালে
ছায়ামূর্তিরও পানে ৷
চাপা পড়ে যত জবাব জগদ্দল পাথরে
নিয়তিরও ক্ষয়িষ্ণু অন্তপুরে ৷
মিথ্যারও ফোকরে বিভোর তন্দ্রালু বাতিক
ভূত-ভবিষ্যতেরও মোহে ৷
শব্দ রচে আত্মকথন নীয়মেরও চেতনে
ফাঁদেরও কৃষ্ণকোটরে ৷
হাজারও বয়ানে হত বেষ্টিত বোধ
কারনেরও বিদ্রোহে ৷
খতরনাক প্রশ্নে যবে অনাসক্ত নীরবতা
আদর্শেরও তরে ৷
রাজ্য ভেঙে খান-খান যত সার্বজনীনতার
নিখুঁতেরও তালাশে ৷
অসীমেরও দর্শনে হলো ব্যর্থ বিশ্লেষণ
অবুঝও নশ্বরে ৷
চেতনেরও বৃত্তে জাগে বিদ্রোহী অবচেতন
অদৃষ্টেরও সুভাষে ৷
ত্যাগেরও তাজা খুমে হাত সাহস আঁকে
ভয়ার্তেরও মুখে !
ধড় ছিন্ন মস্তক যপে , " আয়নাল হক "
মুক্তিসুধারও বরণে ৷