আঁকে রক্ত গোলাপ সময়েরও পাতায়
কাঙালী কল্পনা ,
আদমের বাম পাঁজরের হাঁড় পয়দা
করেছে যখন হাওয়ার সঙ্গতা ৷
খোয়া গেছে আফ্রোদিতিরও ভাঙা হাত
নীল অর্কিডেরও তালাশে ৷
অসম্পূর্ণতার অবুঝ কিলক খোদে ঘা মারে
বিধাতারও সুন্দরতম ভাস্কর্যে !
রূপেরও বেনিয়া দেখায় শুধুই
প্রভাত গরভীরও হাসি ৷
রং মাখে বিরহি মেঘবরণও কেশ
যেন কনকে সোনালী ৷
বেড়ি পরে অবলা শ্যামাঙ্গিনী
দোলনা কালের পরে ;
ফুটবে বলে শতপদ্ম
অবহেলারও ধুসর কর্দমে ৷
ছুঁবে বলে অধরা আসমান
নীড়েরও বিহঙ্গী মন ,
উগড়িয়ে অন্নপুর্ণারও ধন
করে লক্ষ্মী অনশন ৷
তিন সাদা আর তিন কালোর জেব্রা স্যান্ডুইচে
মৈথুনের কামড় বসায় ফ্যাশনেরও নগরী ৷
ছুড়ে মারে ব্লিচিং মনরো আইকন ;
লক্ষ্য কৃষ্ণকলী ৷
বেঁকে গেছে যখন ক্যাফ্রি নিতম্ব
ভেনাসি আশীর্বাদে ৷
চুমো মারে আবেগে বন্য বরাহি কামনা
বার্বি পুতুলেরও ঠোঁটে ৷
গেয়ে যায় তুষার কুমারীরও পালা
সং বনা সাত বামন ৷
অবাঞ্ছিত হলো লালেরও ছটা ;
বর্ণেরও অভিশপ্ত বিচ্ছুরণ !
সমাজ খুঁজে পরীস্থানেরও দাওয়াই
হলুদেরও কন্দে ,
লাগাবে বলে সিঁদুর ঐশ্বর্যেরও হাত
রমারও কপালে ৷
দেখে লাল সংকেত স্বপ্ন সোপানেরও পানে
মেলানিনেরও হীনমন্যতা ৷
বিড়ালেরও হাঁটা হাঁটিছে যখন
অনুপাতেরও কইন্যা ৷