যে শব্দ বারবার শ্রবণে
মিলে সুখ সীমাহীন,
সময়ের পরিবর্তনে তা-ই
হয়ে ওঠে রঙহীন।
শব্দের কি দোষ বল
কথক হয় যদি উদাসীন,
শব্দের তো আপন শব্দ নেই
সে তো কথকের তরে পরাধীন।
যে শব্দ মাধুর্যতা ছড়ায়
কথকের মিষ্ট গুনে,
সে শব্দই বিষাক্ত লাগে
কথকের তিক্ত আচরণে।
শব্দের কখনো না দিয়ে দোষ
কথককে রেখোনা মনে,
ভুলে যাবে সকলি দুঃখ বেদনা
শব্দ নয়, কথক নিও চিনে।