মনোমুগ্ধকর সূর্যোদয় দেখিবার লাগি
ঘুম ছাড়ি উঠি জাগি,
নির্জনতা খুঁজিয়া ফিরি পক্ষী কণ্ঠে
সুমধুর গান শুনিবার লাগি।
আকাশে দেখি মেঘ খুশি হই
বৃষ্টিতে ভিজিবার নেশায়,
ইচ্ছে করে বহমান নদীর
তরঙ্গমালায় নিজেকে ভাসায়।
অন্তহীন সাগরের সুবিশাল তরঙ্গ দেখি মন যেন উচ্ছ্বসিত হইয়া যায়,
গহীন সাগরের নানান মাছের খেলায় মাতিয়া যাইতে মনে চায়।
সমতলের বুক ফুঁড়ি উঠি আসা
সুবিশাল পাহাড় দৃষ্টি মোর কাড়িলয়,
পাহাড়ের বুক চিরি বয়ে পড়া
অশ্রু ধারায় নাচিয়া খেলিয়া গা ভিজাই৷
মাঠের পরে একলা বসি দেখি কত ফুল
বাসাতের তালে মাথা দোলায়,
সুবাসিত ফুলের গন্ধ মাখিয়া
বিভোর হইয়া প্রকৃতির মাঝে হারাই। ফুলবাগে ফুল ও ভ্রমরের সখ্যতা দেখি জ্বলিয়া মরি হায় হিংসায়,
চাহিয়া থাকি মনোরঞ্জন করি
গোধূলি লগ্নের সোনালী আভায়।
চাঁদনী রাতে মুক্ত আকাশ তলে একলা শুয়ে
চাঁদ তারার মিলনমেলা দেখি,
এ যে মোর প্রেম বালিকাদের বিস্ময়
সৃষ্টি
মায়াময় প্রকৃতির পানে৷
স্বার্থহীন নিঃশেষ এ প্ৰেম,
এ যে মায়াময় প্রকৃতির প্রেম মনুষ্য মনে ৷