যদি কখনো আমায় মনে করে
পশ্চিম দিকের ব্যালকনিতে এসে দাড়াও
আর সময়টা যদি সাঁঝের আঁধারে মোড়ানো থাকে
তাহলে চোখ মেলে শুধু আকাশে চেয়ে দেখো
আমি তোমার জন্য নীলচে আলো জ্বালবো তারায় তারায়।
যদি কখনো আমায় মনে করে
জানলার পাশে বসে ভাবনার গভীরে হারাও
আর সময়টা যদি শিশিরস্নাত ভোরে বাঁধানো থাকে
তাহলে ভালবেসে শুধু আমায় একবার ডেকো
আমি তোমার জন্য উষ্ণ-কোমল রোদ ঢালবো বাঁধনহারায়।
যদি কখনো আমায় মনে করে
একাকী শূন্যতায় ফেঁসে দুফোটা অশ্রুজল ঝরাও
আর সময়টা যদি মেঘ ঢাকা দুপুরে জড়ানো থাকে
তাহলে চোখ বুজে শুধু আমাকে হৃদয়ে এঁকো
আমি তোমার কান্না লুকাবো অঝোর বরষার বারিধারায়।