এলে মধুমাস
হাসে চারপাশ
নানা রঙ ফলে
খোকা খুকু তাই
চোখে ঘুম নাই
ছোটে গাছতলে।
কতো না মধুর!
রসে ভরপুর
আম যদি পাকে
কাঁঠালের ঘ্রাণে
এই মন-প্রাণে
খুশি চাঁদ আঁকে।
মহুয়া মাতাল
ডালে লাল লাল
লিচু দ্যাখ্ ঝোলে
কালো কালো জাম
খেলেই আরাম
মাথাটাও খোলে।