বর সেজে ওই খোকন এলো
ময়ূরপঙ্খী নায়ে
শ্যামল-কোমল ছায়ায় ঘেরা
ধান-সবুজের গাঁয়ে।
খোকন এলো সঙে এলো
সাতশো হাতি ঘোড়া
তা দেখে তো হুতোম প্যাঁচার
চক্ষু ছানাবড়া।
কাঠবিড়ালি ইচিং বিচিং
নাচলো হলুদ মেখে
মেঘের কুসুম ঢাললো পরী
রোদেল আকাশ থেকে।
খুশির ঢোলে গাইলো মধুর
রঙ-বেরঙের পাখি
হাসি ভরা এই উৎসবে
কনে দিলো ফাঁকি।