জানলা ধরে দাড়িয়ে ওই
দেখছে খুকু দূর আকাশে
হলদে রঙের একটা পাখি
উড়ছে মেলে তার পাখা সে।
উড়ে উড়ে সেই পাখিটি
পৌছে গেলো মেঘের দেশে
যেখানে রোজ হল্লা করে
হরেক পাখি হাওয়ায় ভেসে।
খুকু ভাবে পাখির মতো
তার যদি হায় থাকতো ডানা
ইচ্ছেমতো ছুটতো শুধু
শুনতো না সে কারো মানা।