চুক্তি হোক
তোমার আমার দুইয়ের ভেতর
একটা অলিখিত চুক্তি হোক
তুমি আমার হবে, আমি তোমার হবো
অথচ দিন শেষে কেউ কারো হবো না আমরা
পৃথিবীতে কেউ কারো হতে পারে না
যারা দাবি করে হোবার, সন্দেহ তাদের পিছু ছাড়ে না
আমার কি মনে হয় জানো?
কারো হতে পারা বা হতে চাওয়া - দুটোই ভণিতা
একটু কর্কশ করে বলে ভণ্ডামি
আরো রূঢ়ভাবে বললে মুনাফেকি
তুমি আমি সেই ত্রি-শব্দের অ-খেলা নাইবা খেললাম!
অলিখিত চুক্তি হোক
প্রতিজ্ঞা হোক আমরা কখনো বিয়েতে যাবো না
বিয়ে মানে লিখিত চুক্তি, অবিশ্বাসের কূটনীতিক বায়না
আমাদের অলিখিত চুক্তি হোক, প্রেম হোক -
যে প্রেম কখনো শেষ হয়ে যায় না।