ভুলের দোষে মানুষ কেন দূরে সরে যায়  
আপন  কত মানুষ ছেড়ে দূরে চলে যায় ।
একটি ভুলের তরে যেনো অনেক বিপদ রয় ।
জেনে বুঝে ভুলের  হয় না সহজে তা মার্জন
এমন ভুলের শিক্ষা নিতে হও মানুষ সচেতন ।