ভালোবাসা সম্পর্কের বিচ্ছেদ হয় না,
দু'জন দু'জনার মাঝে হয় দূরত্বের ব্যবধান ।
আকর্ষণ থেকে যায় মনমজ্জায়,চেতনায়
কখনো বা অবচেতন মনে লুকায়িত রয় ।
পুরাতন বন্ধনের কথা  সহজে ভুলা যায় না,  
মনের স্মৃতিপটে ভাসে,আমৃত্যু করে বিচরণ ।
হয়ত ভালোবাসার মানুষের রঙ এক থাকে না,   গিরগিটির মতো সহজে করে বদল, পরিবর্তন
অকারণে হয়ে উঠতে পারে দয়াহীন, পাষাণ
সম্পর্ক আজীবন কে না কাছে রাখতে চায়,
সত্যিকার প্রেমে সব ভালোবাসার  জন্ম হয় ।