তোমার ভালোবাসার বন্দী শিকলে বাঁধা হোক আমার হৃদয় স্পর্শ করা মুদ্রার রিজার্ভ রিয়াল ।
তোমার আমার মাঝে যতটা ফাঁক আছে ততটা দিয়ে গাঁথা হোক আগামীর পথের ইঁটের দেয়াল ।
পৃথিবীর এক প্রান্তের ধূসর মখমলি রঙের উপর প্রলেপ ঢেলে সাজানো হোক এক বরফি- খেয়াল ।
কাঙ্গালীদের মুখে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে মানবতার জয়গান করে প্রতিষ্ঠা পাক মুক্তির হেয়াল ।
তোমার ঐ মরণ হাতে অস্ত্রের আঘাতের ভালোবাসা আর সহ্য করার প্রয়োজন হবে না ।
উষ্ণ অভ্যর্থনার আয়োজন করে ভালোবাসার আলিঙ্গন করার অভিপ্রায় পূরণ হবে না ।
.....