তোমার আত্মপোলব্ধি হবে কিনা জানি না ?
একটি জীবন ছেড়ে এসে অন্য জীবন গড়া
সবার বিপক্ষে লড়াই করা চাটিখানি না
যদিও ছেড়ে দেওয়া ব্যাপার না ।
বাদ দেওয়া একটা ব্যপার হ্যাঁ ।
সুখ দুখ রইবে, কান্না আছে যা
চোখের অপলকেও ভাসে তা ।
তোমার উপলব্ধি ধারণ কতটুকু
ঐ নীল রংয়ের বাহার যতটুকু ।
আমি ঠিক বলতে পারি না
মন মুছে দেয়া ব্যাপার হ্যাঁ ।
শুধু কপালের দীক্ষা আছে যেটুকু
মানি তা কর্মের জায়গায়ও সেটুকু ।
মানুষের আস্থা , ভরসা আর বিশ্বাসটুকু
হবে না নিষ্ফল , তাও থাকুক অটুট ।
কী বোঝা পড়া হবে বা মনে মনে
সব কথা বলা যায় না জনে জনে ।
মাটি আঁকড়ে ধরি যে অংশটুকু
ধরে আছে সে অংশে উইপোকা ।
লেবুর গাছে থাকুক মৌ মৌ পোকা
ওরা সবে ধরে গড়ার শপথ আঁকা ।
এই মন যদি না হয় ক্ষণে ক্ষণে বাকা
তবে স্বপ্নময়ী হোক মোর পৃথিবী মাখা ।