তোমাকে পাব বলে তাঁকিয়ে আছি
মনের নদী কূলে দাঁড়িয়ে আছি  
মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি
সকাল হতে একা দাঁড়িয়ে আছি ।

তোমার মাঝে সাদা মুখ দেখব
সে কল্পনায় ছবি মনে আঁকব
তুমি জানাও আসবে  কি না  ?  
আর অপেক্ষা করতে পারি না ।
তুমি না এসো,  আমি  চলে যাব  
বহুদূর  কোথাও খোঁজে পাবে না ।  

আমার অভিযোগ,অভিমান নেই
আমি নিজেকে নিজের মতো করে
নেই গুছিয়ে
তোমার কাছে
আমার  চাওয়া পাওয়ার কিছু নেই ।
তোমার কাছে
কোনো মোহ, লোভ, লালসা নেই ।

ছেড়ে দিয়েছি পিতার সম্পদের আর্শো
ছেড়ে দিয়েছি সব অবহেলার সম্পর্ক
নিজের পা নিজে শক্ত হাতে রাখি
দাড়িয়ে
কিছু চাই না বলে
ভেবো না তোমরা আমার পর  ।
কারণ  আমি তোমাদেরি ঔরসে জন্ম নিয়েছি  
এই পৃথিবীর  আলো পেয়ে চিৎকার করেছি ।
আমি চাই তোমরা কিছু  দেও না আমায় -
শুধু আর্শীবাদ কর, আর্শীবাদ চাই ।  

তোমাদের পাশেই  থাকতে চাই
আর তোমার পাশে  আছি
আজীবন ।
আমাকে ভুল বুঝ না এই পৃথিবীর
সবাই কে আমি কি দিতে পারি ?
সবার মন কি পেতে পারি ?
যদি পারি ,তবেই  আমি একজন সবার ভালো ।  

কিন্তু তোমার ভালো হয়ে উঠি না ।
তাই  বলছি, আমাকে ছেড়ে দাও ।
আমি তোমাকেই শুধু একা আপন করে
ভালোবাসতে পারব না  ।