তোমার পরান গহীনে কত ভালোবাসা আমার
উথলা এই  মনে উঁকি দিয়ে যায় বারবার ।

বই উৎসব আমেজ আজ হৃদ স্পন্দনে
নাওনি আমায় তোমার দুয়ার সন্ধানে ।

ভেরাও নি ভেলা জ্ঞানের সাগর জানি
কে জানি নিবে মোর হাতের ফসলখানি ?

তোমার পরান গহীনে রাখি
ভালোবাসার যত রং মাখি
যা মনে আঁকি তাই লিখি ।