অণুকবিতা

সুখ কে চিঠির নিলামে বিক্রি করে দিয়েছি
তাই বেদনাকে  আবার না বলতে পারিনি
বুকে কষ্ট কে আগলে রাখতে চাই ছি শুধু  
পৃথিবীর কেউ  সে রহস্য হয়ত জানেনি ।