ছুটছে কেন মানুষ সবে
টাকার পিছু ভাই ?
টাকা ছাড়া চলার পথে
কোনো উপায় নাই
শুধু টাকা টাকা টাকা
টাকা ছাড়া সব কাজ ঢাকা
শুধু টাকা টাকা টাকা
বুঝে এই টাকা তোর কাকা
বুঝে টাকা মোরও কাকা
বুঝনা শুধু পাগল ছাগল
টাকার জোরে মামা আসল
টাকা নাই যার মামা নাই তার
তবু শুনে আসছি সবে
কত কাহিনি সমাচার
তদবিরে মামা থাকা চাই
স্বার্থ ছাড়া তো কিছু নাই
সমাজে কেউ আছে ভাই ?
বুঝে সেও যার দাড়ি নাই
বুঝে যত শিশু খোকা
শুধু টাকা টাকা টাকা
এহা ছাড়া ঘুরে না ভাই
কল কারখানার কোনো চাকা ।