আজ দেখি সুবর্ণেজয়ন্তী পূর্তি
পঞ্চাশ বছর
উল্টাতে থাকি ইতিহাসের
সবপাতা খোঁজে পাই হাজার বছরের বাঙালির
শেকড় ইতিহাস ।
খোঁজে পাই হাজার বছরের বাঙালির এক মহান নেতার ।
বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র জন্মের
ইতিহাস নিয়ে রচিত হতে থাকে
বিজয় গাঁথার ।
এক নতুন রূপে আবির্ভূত হয় বাংলাদেশ
সবুজে ঘেরা কাফুলের সোনার বাংলাদেশ ।
ভেঙ্গে পড়েছিল ,থুবড়ে পড়েছিল -
রাস্তা, ওভার ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠান
সোনালী দেশের অর্থনীতির চাকা । বড় বড় চ্যালেন্সর মুখোমুখি দাঁড়িয়ে
শত বাধা -বিপত্তি, সংকট পেরিয়ে
এক মহান নেতার ডাকে গড়ে তুলি
ভাতৃত্ববন্ধনে এক ঐক্যের, মৈত্রীর
বাংলাদেশ অসাম্প্রদায়িক
চেতনার বাংলাদেশ ।
জননীর কন্ঠে সমস্বরে সব জনতার
শপথ করি ধর্ম -বর্ণ নির্বিশেষ ভুলি
সবাই দেশকে ভালোবাসি ।
এক কাতারে
এক চেতনায়
এক স্বপ্নে
এক পতাকা হাতে ।
বাংলাদেশ উজ্জ্বল নক্ষত্র চোঁখে
আকাশে শত শত তাঁরা জ্বলে
দেখেছে সবে বঙ্গোপসাগরে তাঁর ছবি বছরে ডিসেম্বর এলে
অকৃত্রিম শ্রদ্ধা করি তাঁরে ।
স্লোগানে স্লোগানে মুখরিত হই
উদযাপন করি পঞ্চাশ বছর পরে
সুবর্ণ জয়ন্তীর।
সব জল্পনা কল্পনা অবসান ঘটাই ।
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বপ্ন
আঁকে নতুন করে ঘুরে দাঁড়াই, নতুন কোনো
স্বপ্নে ।