তুমি সময় কে
জীবনের স্তরে ভাগ করে দাও
আমি সময় কে
জীবনের স্তরে ভাগ করে নেই ।
এখন বলো কী থাকে আমার ?
আমার হাতে কিছুই নেই ।
আছে এক দন্ড সুঁতা
আছে এক দন্ড গুটি
আছে এক দন্ড সুঁই ।
কে নিবে সেই সুঁতা ?
কে নিবে সেই গুটি ?
কে নিবে সেই সুঁই ?
কে নিবে বুনন করা
নিজ হাতে তৈরি কাঁথা ?