সবুজের বাঁকে  বাঁকে মোদের জীবন
আর সেথায় ঝাঁক বেধে বুনো হাস উড়ে
ছুটে চলে মধুময় যৌবন উত্তাপ
রঙিন আচ্ছাদনে স্বপ্ন বিভোরে
কালবৈশাখী হাওয়া পেখম মেলে ধরে  ।

জীবন নামের অর্ধ ডাঙ্গা পাখি  
উড়ে উড়ে সরীসৃপের মধ্যবর্তী
মিলনস্থলে এসে দেয়  হামাগুড়ি ।

শিশুর মৃত্যু কান্না ধ্বনি
মায়ের দু'চোখের  পানি  
হবে কি  বৃথা
হবে কি  মিছা
কোনোদিন জানি ?

মায়ের আত্মচিৎকার ধ্বনি
সে আওয়াজ এখনও শুনি
এমন উৎসব কি আজ  
এ যুগের আলোক
এ যুগের সুগন্ধক
সমারোহ ?

যুগ যুগ ধরে প্রাগৈতিহাসিক মাতৃকা  
সন্তান বাৎসল্যে কাঁদে অসহায় চোখে ।

গর্ভবতী স্ত্রীর রাত জাগা কষ্ট        
বিধবা নারীর  সম্ভ্রম হানি  নষ্ট
বিচার নেই,ধর্ষিত  বোনের  !  
সে ঘটনা খোলাসা  পত্রিকা
ফেসইবুক,ইউটিউব  ।

জন্মদিন পালনে কি আর
রইল  বাকি  
জীবনে কত মানে তো দেখি
আজও ফাঁকি !
ধর্ষণের  আলামত খুঁজি
পাই না চরাঞ্চলে বুঝি
চলে গেছেন
মোদের ছেড়ে  
আজি  
হয়েছেন
পরকালের মাঝি ।

পোশাক ছিন্ন গাত্র নীলবর্ণ দেহী নারী  
তোমার জন্য  রেখেছি খোলে নয়ন জুরি
সময়টা ছিলো কঠিন, দুঃসহ, অসুরী
করোনা অক্টোপাসে পৃথিবী হয়েছে শিকারি  ।

তারিখ : ১৫ আগস্ট  ২০২০