আমার ভালোবাসা
পাওনাটা
তোমার শূন্য হাতে
রাখা
একটা
রুমাল ।
সময় চলে যায়
তবুও সময়ের দাবি না ফুরায় ।
সময় দাবি রাখে-ই , কথা বলে
তুমি যে বুঝেও বুঝো নি মোরে
রাখনি দাম মোর ভালোবাসার মূল্য ।
একটা সময়ের অপেক্ষা, পারবে বুঝতে
জীবনের ধাপের একটা মূল্য আছে ।
তখন মোরে ভুলে থাকা হবে না রাখা
তোমার গোপন সত্য কথার মূল্যায়ন ।