সুখ দুখের কথা
আব্দুল কাদের

মোর মন দুঃখ কে বলেছি
চির বিদায় হও
অদেখা সুখ, তাকে বলেছি
এসো কান কথা কও  ?

ঐ নীল স্বপ্ন কে বলেছি
একবার একটু হাসো
বেদনার রং কে  বলেছি  
জড়িয়ে মোর থাকো
তৃণ লতা কে বলেছি
দেহ পারে বসো
খোলা আকাশ কে বলেছি
মোরে ভালো বাসো ।

স্মরণে অতীত বলেছি
জানিয়ে দাও মহৎ বার্তা
ভবিষ্যত পথে  যেন রই  
মোরা গতিশীল হই  ।