শরীর ভীষণ খারাপ
কন্ঠ স্বরে  বাড়ছে চাপ
হাত পায়ের  উত্তাপ
শীতে বাড়ছে প্রকপ  
লাফ কাঁথা  জুড়াই
বসে বসে মুড়ি  খাই ।

দিনের কথা রাখো
বলতে পারব নাতো
এই খবর বলতে মানা
বলব এখন নাতো ।

বলতে গেলে কত কথা
বলতে হবে মুখের কথা

কথার পিঠে কথা বললে  
শত কথা  বাড়ে কথনে ।