শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না
শহীদের রক্ত কখনো বৃথা হয় না ।
লাল রঙের ছোঁয়া স্মরণে জন মুখে মুখে
বীরের বেশে তাঁরা আজীবন বেঁচে থাকে ।
শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
প্রবাহমান স্রোত যেমন ভাসমান তরী বয়ে
নিয়ে চলেছে অনাদিকাল, যুগ -যুগান্তরে
তেমনি জাহাজ নির্বিঘ্নে সমুদ্র পারে গন্তব্যে
পৌঁছে দিতে প্রতিজ্ঞ থাকে পৃথিবীর সব নাবিক ।
একটি রক্তিম সূর্য উঠার মুহূর্তে
পৃথিবীর সব স্থানে পাখিরা জেগে ওঠে -
একটি অবশ্যম্ভাবী নতুন দিনের অপেক্ষায় ।
আবার সেই দিন আসে আমাদের কেউ
রক্ত ঝরায় ক্ষণে ক্ষণে সত্য জেনে
মৃত্যু কে বরণ করে নির্ভিগ্নে হাসি মুখে ।
রক্তের বন্যায় মুছে দেয় অন্যায়
মিথ্যাকে কখনো দেয় না প্রচ্ছয় ।
শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
তাঁদের মৃত্যু মানুষের চোঁখে আঙুল তোলে
দেখে দেয়, অন্যায়ের সাথে কোনো আপোষ নয় ।
শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
আল্লাহ সুবহানাল্লাহ স্বয়ং কুদরতে পাঠিয়ে
দেন ফেরেস্তাদের মৃত্যুর গোসল করে দিতে
সেই দৃশ্য দেখতে পারে শহীদেরা সেই ক্ষণে ।
শহীদেরা মরে না ,শহীদদেরা মরতে পারে না
ঐ কবরে নেই কোনো সওয়াল-জবাব চিন্তা
জান্নাত দৃশ্য দেখে তাঁরা পৃথিবীতে
ফিরে আসার আকুতি পুনঃব্যক্ত করে ।
শহীদেরা মরে না , শহীদেরা মরতে পারে না ।
তাঁদের দুঃখ কষ্ট মানুষের মনে স্থান করে নেয় । জর্জরিত বেদনাগুলো মানুষের মুখে হাসি ফোটায় - যখন অধিকার প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ উপহার দেয় ।
শহীদেরা মরে না , শহীদেরা মরতে পারে না ।
তাঁরা দেশের ক্লান্তি লগ্নে অন্যায় রূখে দেন
নতুন প্রজন্মের মনে অধিকার প্রতিষ্ঠার প্রেরণা দেন। শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
শহীদ আত্মাগুলো নিষ্পাপ শিশুর মতো জেগেই থাকে রাতের আঁধার তাঁদের দুচোখ স্পর্শ করতে পারে না ।
উত্তরাধিকার সূত্রে শহীদী তামান্না জেগে রাখে মনে প্রাণে ।
উত্তরাধিকার সূত্রে রেখে যেতে পারে শত দৃষ্টান্তের স্বাক্ষর ।
শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
হে আমার গন্ধরাজ, তোমার সুবাস ছড়িয়ে দাও
তোমার সুগন্ধি ছড়িয়ে দাও, প্রতিটি মানুষের হৃদয়ে - বিশ্বাসীদের মনে মগজে, কলিজার ভেতর গেঁথে যাক ।
পৃথিবীতে অন্যায়, মিথ্যে করে মানুষের মাঝে বসবাস -
সেগুলো তোমরা করে দাও মহান রবের নামে ধূলিসাৎ।
শহীদেরা মরে না , শহীদেরা মরতে পারে না ।
আজ রক্তের উপর দাঁড়িয়ে গড়েছি নতুন বাংলাদেশ
কে তোমাদের বিরোধিতা করে সেই নতুন সূর্যের ?
তোমরা যারা জীবন দিয়েছ , তোমাদের রক্ত কখনো বৃথা যেতে দেব না ।
প্রতিবছর জুলাই- আগস্ট আসে মনে রইবে
সেই সব দুঃখ যাতনা কষ্টের স্মৃতি ।
শহীদ পরিবার, শহীদেরে মনে রাখবে
এই দেশের ছাত্র সমাজ, লক্ষ কোটি জনতা
শহীদেরা মরে না, শহীদেরা মরতে পারে না ।
কবিতাটি দুই দিনে লিখিত :
২৭. ১০.২০২৪ ও ২৮.১০.২০২৪