"পানি লাগবে ভাই : পানি, পানি "
এই আওয়াজ শুনব না আর ।
"পানি লাগবে ভাই : পানি, পানি "
এই আওয়াজ শুনব না আর ।
ঢাকার কোনো রাজপথে আবারও -
শুনব না আওয়াজ, পানি লাগবে
ভাই, পানি, পানি পানি ।
হে আমার তৃষ্ণাক্ত শহীদীপ্রাণ
লাল সূর্য, লাল বাগিচার রং
তুমি আমার হৃদে, ধমনী জুড়ে
ঝরে দিলে রক্তজবা, পদ্মার ঢেউ ।
তুমি আমার ফুলের সুহৃদ সুঘ্রাণ
তুমি কোন মায়ের আদরের সন্তান ?
ছড়িয়ে দিলে তৃষ্ণাক্তের মুখে
এক গ্লাস জল পান ।
তোমার এক গ্লাস জল
মোর তৃষ্ণা জুড়ায় দিল ।
সম্মান দেশের জন্যে ,সম্মান মানুষের তরে
মনের আশার প্রতিফলন দেখলো ।
কত আশায় বুক পেতে দিয়েছিলে
তুমি দেশের জন্যে, মানুষের জন্যে
এক গ্লাস জল হাত ধরে ।
তোমার জল হয়ত আজ
গরম জল হয়ে সন্ত্রাসীরা গিলে ।
তোমার জল হয়ত আজ
পান করে জেল কারাগারে ।
জেলের কুঠরী বন্দী জীবন
অতিবাহিত করে ওরা ।
আর তোমার উত্তরসূরীরা
আজও অধিকার আদায়ে রাজপথে
রক্ত ঝরায়, স্লোগান তোলে ।
তোমার বাংলাদেশের
এই বিপ্লব, এই বিজয় ।
তারা মুছে দিতে চায়
নতুন কোনো ফন্দি
চুক্তি রচনা করে ।
হে প্রিয় বীর যোদ্ধা, তরুন প্রজন্ম
প্রতিবাদী মুখ, মুক্তিকামী মানুষেরা
শোনে রেখো: তোমরা যদি ঘুমিয়ে যাও
দেশ তবে পথ হারাবে ।
তোমরা যদি অতন্দ্রপ্রহরীর
ন্যায় জেগে থাকো ।
তবেই দেশ জেগে থাকবে
পথ হারাবে না বাংলাদেশ ।
তুমি আমাদের আশার আলো
অন্ধকারের পথ দিশারী
মুক্তির আলো সন্ধানী
মুক্তির অগ্রদূত, মহাবীর
তুমি মোদের মীর মুগ্ধ ।
স্মরণ করি তোমারে
মনে প্রাণে হৃদয়ের
কোণায় ছবি এঁকে।
অভিনন্দন জানাই মোর
হৃদয় গোরস্থান থেকে ।
এই নতুন , এই বাংলাদেশ
তৈরির স্বপ্ন বাস্তবায়নে ।
বাংলাদেশের মানুষ কোনোদিন
ভুলবে না তোমাকে ।