কয়লা ধূলে ময়লা যায় না
স্বভাব  যায় না ভাই ধুলে
এমন  মানুষ  অভাব নাই  
আমাদের এই না সমাজেই ।

আসে তার মানুষ ভাব  
পরিচয় তাহার স্বভাব  
শিক্ষিত মূর্খের তফাত
পরিচয় তাহার স্বভাব ।

সুদ   ঘুষ  দিব না
সুদ ঘুষ নিবও  না  
সুদ ঘুষ নেয় যারা  
চাই না ওদের  কৃপা ।

চাই না তাদের সঙ্গ  
চাই না রূপের অঙ্গ
স্বদব্যবহারই ভরসা
শুধু বিনয়ের দ্বারা ।

মুখে হাসি,সান্ত্বনা পাবার
অভাব  নাই চেষ্টা খোঁজার
অভাব নাই এমন লোকে
সমাজ, রাষ্ট্রের সব খানেই ।
বিপদ এলে এমন লোকে
ঠাস্ দেয় সবার  আগেই ।  

চলার পথে হাজি মশাই
পথে ঘাটে সালাম সেপাই
দেয় যে মানুষ ভেবেই ।

গেল গেল দেশটা গেল
আজ তাদের রসাতলে ।