অণুকবিতা
৭.
আমার কবিতাখানি
এই আসরে ঠাঁই নাহি
পাবে না স্থান জানি
তবুও দু'চার চরণ লিখি
মনের কথাগুলো যেন
হারিয়ে না হয় ফিকি ।
৮.
আমি শুনেছি সুন্দর কথা
তোমার
বিচারের বেলায় রাখনি দাম
আমার ।
৯.
কোথাও যেতে চায় না এই মন
তোরা কি সবে মোর সাথে নিবি ?
যেথায় চলে গেছে কত ভাই জন
সেথায় রং মেখে চাই বেঁচে থাকি ।