ষোল ডিসেম্বর,  ষোল ডিসেম্বর
ঘাসে ঘাসে ফড়িংয়ের মেলা
নৃত্য কলায় ময়ূরের নাচ
যাত্রা পালার আসর
পথ ঘাট খোলা মাঠে
জীবনের রং মাখা ।

ষোল ডিসেম্বর, ষোল ডিসেম্বর
নতুন করে জেগে ওঠা
বাঙালির ইতিহাসে ফেরা
একটি বিশেষ দিন ।

ষোল ডিসেম্বর, ষোল ডিসেম্বর
প্রিয়ার চোখে সিগ্ধতা
স্বজন হারানো শত স্মৃতি
বেদনা গ্লানি রেশ ।

ষোল ডিসেম্বর,  ষোল ডিসেম্বর
আত্মত্যাগের মহান দান
গর্বিত জাতি, বিশ্বে মহীয়ান ।  

ষোল ডিসেম্বর, ষোল ডিসেম্বর
বিপ্লবের অগ্রযাত্রা সূচনা
নারী-পুরুষের সমতার কথা
এনেছে বিশেষ শান্তি বারতা ।

ষোল ডিসেম্বর, ষোল ডিসেম্বর
অপশক্তি উত্থান রুখা  
ভেঙ্গেছ কপাট, জানালা  
রক্ত রাঙা হাতের দুঃখ
তুমি মোচন করে দিলে ।