তুমি কি  স্বাধীনতার সুখ খোঁজে পেতে চাও ,

তবে আমার বাম হাতের তালুর অগ্রসর হও ।
ডান হাত বলে যা জানো
তা ভালোবাসতে জানো ।