প্রশ্নাকুল ক্ষীণ চোখে অপেক্ষা দৃষ্টিতে
দুই এক ফোটা কেমন অনল ঝরে

গৌরবময় বর্ষ চলে সোনার ধূলায়
অজস্র স্মৃতি বিজারিত দিন কাটে ।

ব্যথিত হৃদয় হর্ষে ফি- ছাব্বিশ মার্চে
শহীদ চত্বরে পুষ্প সমর্পণ করে
জীয়ন্ত বীর মুক্তিযোদ্ধা দ্যাখে ।

কাঁপন ওঠে শহীদ মিনার স্তম্ভে
যারা বুকের পাটা রক্তে আনলো ফিরে
বিজয় রাঙা প্রভা ঘরে ।
স্মরণ করি সেই অবীরা নারী কূল কেও।

হুশিয়ার হে মহাজ্ঞ স্বার্থান্বেষী চক্রে -
রক্ষা করি লাল সুবজ ঘেরা বাংলাদেশ ।

তোমার ভালোবাসায় চুম্বন করি হে সোনা
রক্ষা করি সবে মাতৃভাষার সম্মান ।