মুসলিম হও, অমুসলিম হও— হও তুমি সাবধান,
এসেছে মোদের মাঝে পবিত্র মাহে রমজান।
মাহে রমজান এসেছে দিতে মোদের শিক্ষা,
মর্যাদা রক্ষার চেষ্টায় নিতে হবে দীক্ষা।
সৃষ্টি জগত, সৃষ্টি কূল— মহান আল্লাহর দান,
রাখতে হবে সেই প্রভুর মান ও সম্মান।
সারা বছর এক আল্লাহর হুকুম মানে যারা,
মাহে রমজান এলে তারা হয় মহা খুশি ধরা।
রোগমুক্তি পেতে চাইলে রাখো সবে রোজা,
আত্মশুদ্ধির পথে চলো, সেই পথই সোজা।
রোজা হলো ঢালস্বরূপ, পাপের করে বিনাশ,
মোমিন বান্দা রোজা রাখে ভুল না করে আশ।
রহমতের প্রত্যাশীরা রোজা রাখে এই মাসে,
রোজার প্রতিদান আছে শুধু আল্লাহর হাতে।
সিয়ামকারীর জন্য আছে রায়হান জান্নাত,
এই কথা হাদিসে লিখা— সত্য এ কথাট।
আত্মসংযমের পথটি ধরে যে বান্দা হাঁটেন,
রাব্বুল আলামিন তার সাথেই থাকেন।
সিয়াম সাধনার মাহাত্ম্য জানে না অনেক জন,
আল্লাহই জানেন, তিনি দিবেন উত্তম প্রতিদান ।