ভুলে গেছ কি বাঙালী, এক মহান নেতার নাম ?
স্মরণ তাঁরে মনে প্রাণে শিহরণ রেখেছে যে
জন্ম ভূমির রক্তের সাথে মিশে আছে যে
বলব নাম আজ তাঁর সবার সামনে দাঁড়িয়ে
এক নামে চিনবে তাঁরে বাংলাদেশি সবে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে ।
তুমি যে ছিলে বাংলাদেশের উত্তর বঙ্গের কৃতি সন্তান। বাড়ি বাগবাড়ি, মহিষাবান,বগুড়ার জেলার শ্রেষ্ঠ সন্তান ।
তুমি বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম রূপকার
কোটি কোটি মানুষের জেগে ওঠা প্রেরণা ।
তোমার কালে কৃষি প্রযুক্তির ক্ষেত্র নব সম্ভাবনার
স্বপ্ন বাস্তবায়ন হবার পথে কৃষক ছিল বিভোর।
খাল কেটে এনেছে নব প্রবাহ জীবন মুক্ত ধারা
গরীব কৃষক কে দিয়েছে ফসলে শ্রমের মর্যাদা । অন্নহীনে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা ।
তুমি ছিলে রাষ্ট্রীয় নায়কের মর্যাদায় অধিষ্ঠিত
সুরক্ষিত গার্ড প্রেসিডেন্ট কার্যালয়ে আসীন
তবুও ভুলে যাওনি আম জনতার দাবি
রক্ষা করতে বাংলাদেশের পক্ষে লড়াই ।
দেশ পরিচালনায় তুমি এক সুদক্ষ রাষ্ট্রনায়ক
সততা নিষ্ঠায় রেখেছ এক জলন্ত স্বাক্ষর ।
তুমি বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি
বীর মুক্তি যোদ্ধা, প্রাক্তন সেনাপতি ।
সেই ২৫ মার্চ অতর্কিত হামলার
সশস্ত্র প্রতিরোধ গড়ার কারিগর ।
একাত্তরে স্বাধীনতার সেই মহান যুদ্ধে
জেড ফোর্সের অধিনায়ক
১ নং সেক্টরের কমান্ডার ।
পাকিস্তানি অধিনায়ক কে করেছিল বন্দী ।
সম্মুখ যুদ্ধে লড়াকু এক সফল নায়ক তুমি
পেয়েছিলে অতিব সম্মান উপাধি " বীর উত্তম" । কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা
এক জলন্ত তেজী মহান স্বাধীনতার নেতা ।
তুমি বীর, নির্ভীক সাহসী যোদ্ধা
এক নায়কতন্রের কুঠারাঘাত করে
এনেছ বহুদলীয় গণতন্ত্রের শাসন বন্দোবস্থা ।
তুমি জনবান্ধন, জনপ্রিয় নেতা
কর্মসূচি সফল বাস্তবায়নকারী
উনিশ দফার মূল রচয়িতা
দেশ ও জাতির কল্যাণী
জাতিয়তাবাদী ধারণার প্রবক্তা
বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ।
মানুষের মনে প্রাণে আছে তোমার নাম লেখা
সে নাম মুছে দিতে পারবে না কোনো ভীরুরা
অন্যায়ের বিরুদ্ধে তুমি ছিলে সোচ্চার আহ্বান
ন্যায়ের পক্ষেও ছিলে বলিষ্ঠ কন্ঠস্বর ।
বিশ্ব মঞ্চে তোমার স্থান আছে আঁকা
সৌদি আরবে জিয়া উদ্যান তার নমুনা ।
তুমি ছিলে কর্মঠ, একনিষ্ঠ, ত্যাগী
ছিলে প্রখর মেধাবী, বিচক্ষণ, দূরদর্শী ।
সময় ও কালের অতন্দ্র প্রহরী
বাংলার রাত জাগা পাখি ।
তোমার ডাকে জেগেছে নারী
জেগেছে পুরুষ আপামর জাতি
এনেছ তুমি রাষ্ট্রীয় কাজে
দুর্দান্ত সব সফল গতি ।
তুমি রাজ সিংহাসন বসেও
গরীবের তাজ, গরীবের সম্রাট ।
উচ্চাভিলাষী জীবন ভেবেছ তুচ্ছতম
জনগণের জন্য হোক সব নগণ্যতম।
ছুটে গেছ কৃষকের কাজে মাঠে
সব যাতনা দুঃখ ভেদাভেদ ভুলে ।
তুমি বাঙালির জাতির আদর্শ অভিভাবক
দরদী ,মমতাময়ী, স্থীর চোখের মণি ।
হয়ে আছ তাঁর চোখে তুমি বীর সাহসী
রেখে গেছ আমরণ দলীয় অনুসারী ।
হিংসা আর প্রতিহিংসার রাজনীতির
শিকার তোমার হত্যা, ঘাতকের নির্মমতায় ।
তোমার দেহের রক্ত ক্ষরণ কণিকা
বাংলার বুকে জন্ম দিয়েছে লক্ষ কোটি জিয়া।
সবুজে ঘেরা লাল পতাকার
বৃত্তের মাঝে তোমার কৃতি লেখা থাকবে
বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের
অগ্রগামী এক মহান নেতা
নাম জিয়াউর রহমান ।