গোরস্থানে  শয্যাশায়ী হয়ে
হৃদয়ের খবর শুনেছ কি?
মোর পিহালিত হৃদয় ছুঁয়ে
ছুঁটে চলে  অন্ধকার রাতে
দুয়ার খুলে শ্রাবস্তী যামিনী ।  

মুখরিত ভোরের আওয়াজে
ফুটিয়ে তোলা বাঁশ  ঝাড়ে
জেগে উঠে গোরস্থানী কবরী ।

হিংস্র যমুনার ঢেউয়ে ভিজে
সুন্দর রমনীদের পথ ধরে
চলে কালের সাক্ষী চব্বিশী ।  

হাওয়ায়  ভাসানো  তরীতে
উড়তে পারে জল সন্ত্রাসে
নওজোয়ান ছেলের  বুলি ।