রাজনীতির এই পথে ঘাটে  
কোন নীতির ডামাডোলে
চলছে খবর রাজার হাটে,
এই খবর কে  না জানে  ?

ফড়িংয়েরা নানা দলে ঘুরে
সুযোগ বুঝে আসে ফিরে  
এই সবুজ চেনা ঘাসফুলে,
নতুন পুষ্প  কলি মেলে ।

দেখি যত ফুলের কলি
দুর্বাগাছে বিন্দু বিন্দু ধূলি
মৌমাছির গুঞ্জন আসে
ঘাসফুলে মধুমাস এলে ।

ঢাকার রাজপথে নামে  
জেগে ওঠে বস্তি বাসি
মশা বাবুর গানে শুনে ।
চিপার লন্ডির দোকানে
বাসের যাত্রী গাড়ির হর্ণে ।

বস্তা ভরা পচা ময়লা
দুর্গন্ধে আতর মাখে ।  

সবুজ রঙের সূর্যের ছোঁয়া  
নেই কোনো পুরানো  কুয়া
এখানে আছে কাজের বুয়া ।

*************

শহরে জীবন বিচিত্র খেলা
বাজারে শেষ খরচের মেলা
এখানে আছে চাকরি খেলা ।
আজব এই ঢাকা শহরখানা,
আরো আছে বড় কারখানা ।

মেইন শহরগুলোর মোড়ে মোড়ে
ট্রাফিক লাল- নীল- সবুজ বাতি ।

অভিজাত হোটেলে বৌ ভাত অনুষ্ঠান-
কুলি মজুর ভাঙ্গে ইটের বাসর ।
কবি শিল্পী  গড়ে কোন মেলার  আসর ।

রাস্তা জুরে ভ্যান, লক্ষ লক্ষ রিক্সার ছবি
দেখবে লেক -পার্ক,রাস্তায় অসহায় শিশু ।
এই ঢাকা শহর দেখে মনে হয়
চেনা- অচেনা এক বসতি কিছু ।

(তারিখ : ১৪.১১.২০২১)