পুরুষ মানুষের জীবন অনেকটা গাধার মতোন
হৃদয়ে শত দুঃখ কান্না সঙ্গী করে বেঁচে থাকেন
কিছু কথা ভুলে সে মন রে রাখেন সংবেদন ।
জীবনের বেশি সময়ের যন্ত্রণা রাখেন গোপন ।
মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো হলে
থাকেন অটল ,এই পথে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন ।
উদীয়মান নক্ষত্র মতো জেগে থাকে তার উচ্চারণ । তার জীবন কাম্য নয় হোক কাপুরুষের মতোন
বুকে চাপানো দুঃখকে করেন আজীবন লালন ।
এই জীবনে বেশি করেন কৃষি কাজ ,পশুপালন
কেউ করেন নানা পেশার ব্যবসার সম্প্রসারণ ।
বেকার জীবন তার বড় অভিশাপের হয় কারণ ।
জীবনে নেমে আসে কখনো হয় ছন্দের পতন।
স্থীর কথা শুনিলে মা বলে বউয়ের ভক্ত সন্তান
মায়ের কথা শুনিলে স্থী বলে বিয়ে করিলে ক্যান ।
পুরুষের মন মাঝেমধ্যে তাই সত্য রাখেন গোপন ।
কিছু পুরুষ হন ব্যক্তিত্ববান ,সম্মানের পাত্রও হন
কথা ও কাজে ভারসাম্যপূর্ণ করেন জীবন যাপন । পুরুষ মানুষের আপন ঘরে আছে এক জীবন উত্তরাধিকারে পাওয়া পৈত্রিক সম্পদ, আবাসন ।