প্রকৃতির চেতনায় আমৃত্যু সৈনিক  
আব্দুল কাদের

প্রকৃতির চেতনায়  আমৃত্যু মুই  লড়াকু সৈনিক  দেশমাতৃকার রক্ষার সংগ্রামে তোরাও হ নায়ক ।
আমার ,
বেদনাক্ত শোকগুলো কে অতি যত্ন করে
ভালোবাসায় রং মাাখি ।
দেশ কে বিপদে রেখে, মানুষরে ফেলে, না দেই কলি,    ফুলেল শুভেচ্ছায় হই মাখামাখি  ।
আবার,
কখনো লড়াকু সৈনিক হই , কলম  যুদ্ধে শত্রুর মুখে দেই ছাঁই, যদি মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠে,
বিরোচিত আভায় মৃত্যু কে ডাকি ।
যেন প্রত্যাশিত বিজয় কেতন হাঁকি ।  
চেনা অতীত, অপ্রাসঙ্গিক হয়ে উঠলে,
নোতুন সম্পর্কের সেতুবন্ধন রচনায় রাখি ।

তোমার পছন্দের উপহার, নীল রংয়ের বাহারি খলি  
ঈস্পিত আলিঙ্গণে বরণ করি, নিঃসঙ্গ একা চলি ।
কারণে অকারণে খুশি না হই,  মাখি প্রকৃতির কোলাহলের ধূলি ।
যখন,
খোলা আকাশ বাতায়নে  তারারা রচে সাত কাহানের রাত নির্মলি ।
তখন,
অতৃপ্ত চোখে হাতে কলম ধরি, শব্দে শব্দে প্রকৃতির  ধ্বনি তুলি ।