আমার আর তেমন কোনো আগ্রহ নেই
আমার আর তেমন কোনো অভিযোগ নেই
তোর স্বেচ্ছাচারিতা, চাটুকারিতায়
আমি ভুলে গেছি তোকে, স্মরণ করি না ।
আগের  মতো তোকে নিয়ে স্বপ্ন দেখি না ।
আগের  মতো তোকে নিয়ে প্রশ্ন তুলি না  ।  
কেনই বা  তোকে নিয়ে প্রশ্ন তুলব  আমি ?
এভাবেই ভালোবেসে যাব, পেতে চাইব  
ভুল ত্রুটি সব সাদরে  গ্রহণ করে যাব  
এর কোনো অর্থ হয় না, তোকে পেতে ।

তাই মুখে নয়,লেখেই যাব  শুধু -  
তোর জন্যে অজস্র কবিতা ।
তুই জানিস, না বুঝার ভান করিস
ছাফ কথা আমার, এক তরফায়
তোকে ভালোবেসে,পেতে চাই না।
তোর বিবেককে প্রশ্ন কর, জাগ্রত করে নে ।
যদি প্রশ্ন করে  জাগ্রত করতে না পারিস
তবে আমার সামনে আসবি না ।
আমার সামনে আসার আগে
বারবার আয়নার সামনে দাঁড়িয়ে
প্রকাশ কর, কেমন দেখাচ্ছে  তোকে ।

তখন তুই ঠিক,না বেঠিক কোন পথে
আসিছ একটি সমীকরণ দাড় হবে -
বুঝতে পারবি আমার কাছে
জিজ্ঞাসা করতে আসবি না ।
তোর  অবমুক্তি তুই ছাড়া
কেউ করতে পারবে না ।
প্রেম দিয়ে ভালোবাসায়
তৈরি করে নে এক বন্ধন -
যেখানে কাজে ও কর্মে
ফাঁকি দিবি না কেউই ।  
মিছা ভালোবাসার বুলি
আওড়াবে না কেউই ।
তখন সব কিছু ঠিক হয়ে যাবে
বলার লোক আসবে না ।
সান্ত্বনা দেয়ার সুযোগ
কেউ নিতে পারবে না ।

আর যদি ভাবিস অন্য জন
এসে সব ঠিক করে দিবে
তবে তুই বোকার স্বর্গেই
এখনো আসিস । এই আশা,
এই প্রত্যাশা তুই বাদ দে ।
চিরতরে দূরত্ব কে কাছে করে নে
আনন্দের উপকরণ করে নে
ভালোবাসার মানুষকে পেতে
একজন অন্যের সঙ্গেই থাক ।

অন্যের কথায় কান দিস না, শুনিস না ।
আজীবন যার সঙ্গে থাকতে হবে তোকে
যার সঙ্গে গড়তে হবে পরকালেও ঘর  
তারই সুখ দুখ কাজের অংশীদার হয়ে নে
তবেই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে  ।
ইচ্ছে, আগ্রহ, ভালোবাসা তোর জন্যে জন্মাবেই ।

স্থান : জোড় গাছা ২৫.০১.২০২৩