মুগ্ধতা মোর  প্রিয় তুমি  
ঠুঁঠের নিচে মুচকি   হাসি
             রেখো  ।
নিরব বৈকালে  সূর্য হেলে পড়ে
ঘোর কুয়াশা ছাপিয়ে  মোর মনে
            রেখো    ।