পাখি হয়ে যায় প্রাণ !
লাল কবুতর,নীল হরিণ
শাবক হয়ে ঐ নদী,
শৃঙ্গ, পাহাড়  ডিঙিয়ে
বীণার  সুর  বাজিয়ে
আকাশের  ঠিকানায়
হলুদ চিঠি লিখে
পৃথিবীর মায়া  ছেড়ে
পাখি হয়ে যায় প্রাণ !  

মেঘ,   নক্ষত্র , তারার ডাকে  
রাতের জোনাকির ডাকে  
আধো-অন্ধকারের ডাকে
এক নিশ্বাসে, আর বিশ্বাসের ফাঁকে
পাখি হয়ে যায় প্রাণ !  

কবে সেই পাখি উড়ে  আকাশে ?
কবে সেই পাখি অশরীরী হয়  
চোঁখের পলকো  বেখবর  হয়  
এই ধরণীর ছায়াতলে  নির্বাসনে ।  
পাখি হয়ে যায় প্রাণ ।
সালাম, রফিক, বরকত স্মরণে
পাখি হয়ে যায় প্রাণ ।  

এই রমণা বটমূলে  
বর্ষবরণ অনুষ্ঠান
একুশ এলেই
কৃষ্ণ চূড়া ডালে ডালে
পাখি হয়ে যায় প্রাণ ।
কত রংয়ের পাখি গান গায়
বাঙালিপনার  ।।  
হরেক রকমের গান  
শেকড়ের সন্ধান  খোঁজি
পাখি হয়ে যায় প্রাণ ।  

তুলসীগাছের পাতায় পাতায়
যাঁদের মরণের ছাপ ফেলে  
তাঁদের শ্মশান ঘাটেও  মৃত্যু হয় না ।  
মৃত্যুর যমদূত  ফেরি করে  
রক্তমাখা  পুষ্পকলি বরণ করেই ।
পাখি হয়ে যায় প্রাণ ।
  
৭ ই মার্চ, ২৬ শে মার্চ
কোন কথাই ধরি, বলি ।  
এক দীর্ঘ ইতিহাস -
ঐতিহাসিক মহাসমাবেশ
উত্তাল রেসকোর্স ময়দান,
জনসমাগম ।।
চট্টগ্রাম বেতার কেন্দ্রের সেইপ্রচার ধ্বনি  ।
এখন শুনি  টেলিভিশনের পর্দায় -
স্বাধীনতার  প্রিয় সেই বাণী ।
পাখি হয়ে যায় প্রাণ ।  

এই রামপূরার বাঙালির মুখে
গরীব  কৃষক  রুস্তম  আলীর মুখে
বেশ্যা  নারীর   যাত্রামঞ্চ  নৃত্যে  
শিশু কিশোর কিশোরীর  কুইজ ,চিত্রাঙ্গনে  ।
প্রজন্ম পরম্পরায় প্রজন্মের মুখে মুখে ।  
এই  পদ্মা,মেঘনা, যমুনা ,
গঙ্গার স্রোত ধারায়  
কত বীরের  বীরত্ব গাঁথার ইতিহাস
মুক্তা ঝিনুকের ইতিহাস ।  
সেই ইতিহাসে কবিবিহীন  
শিল্পীদের কন্ঠে ও সুর  আসে।  
ঠিক তখন  পাখি হয়ে যায় প্রাণ ।
পাখি হয়ে যায় প্রাণ ।  

বাঙালি  হয়ে ওঠার লগে  মোরা
পান্তা-ইলিশের  উৎসব করি  
মেলার  স্টলে  স্টলে ।  
নানা রংঙ্গে  রাঙ্গিয়ে  হই যদু ।  
ঢাক ঢোল পিটিয়ে জানাই গো মারে  
"একদিন বাঙালি ছিলাম  "
তখন পাখি হয়ে যায় প্রাণ ।  

মেয়ের শাড়ির আঁচলের  ছায়ায়  
পুরুষের পাঞ্জাবির ভ্যাজে ভ্যাজে  
কিংম্বা উত্তরীয় আবৃতে, উঁচু বক্ষে -
পুরাতন বর্ষ পুঞ্জি মুছি  
নতুন বর্ষ পুঞ্জি ধরি  ।
জীবনের হিসাবের খাতা  কষি  ।
জীবনের গল্প গুলো  আঁকি
নতুন  ছন্দে,  রূপকথা,  কাব্যগাঁথায়  ।
আর তোমার কথাগুলি কিংবদন্তি
ইতিহাসে চোঁখ মেলে  ।

তোমার  সমুদরে  পা ফেলে
এই হৃদয়, এই মন।
ডিসেম্বর মাস  আসে
বিজয় ঘিরে সব আয়োজন ।
সেমিনার সিম্পোজিয়াম
জাতীয় প্যারেড  স্কোয়ারে কুচকাওয়াজ
বিজয় ঘিরে  বক্তৃতা
রাস্তা মোড়ে মোড়ে
পতাকা  মেলা ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  
পুষ্পস্তবক  অর্পণ করি ।
তখন পাখি হয়ে যায় প্রাণ  
সব কিছু  বর্ণন  করতে করতে
পাখি হয়ে যায় প্রাণ  ।

স্থান : ধারাবর্ষা  ২৩. ০৩. ২০২৩