জীবন চাকা হঠাৎ থামে এখানে
বাতাস , গন্ধ , স্বেদ নেই যেখানে ।
মিটি মিটি দ্যাখা আলো
রাতের আঁধারে হয় কালো
শুধু হাতের মোমবাতিখানি
মনের আলোয় না জ্বালো
এই পৃথিবীর বুক চিরে
পদচিহ্ন এঁকে ।
এই মন একটা কিছুতে স্থির থাকে নাহি
সমুদ্রের ফেনার মতো কত গান গাহি
ছবি আঁকি
স্বপ্নন আঁকি
মাঝেমধ্যেই ।
তখন কি জড় শূন্য থাকে
তোমার আকাশ
তোমার হৃদয়
তোমার মনন
তোমার জগৎ ?
তোমার প্রকৃতি অতি যত্নে রচনা করি
পৃথিবীর মাটির টানে, রক্তের টানে হয়ত
মহাকর্ষের সূত্রে
অভিকর্ষের মিত্রে
পরিচালনাকারী
মহান স্রষ্টা কে
জীব জগৎ মাঝে
অসীম, অক্ষয়
অনিমেষ রূপে
একক সত্তা রূপে পায়-ই ।
তুমি কি ভাব এই পৃথিবী ?
নিছক খেলনা পুতুলের মতো
ভেঙ্গে দিতে পার খেলাচ্ছলে
টপকে দিতে পার পারি
এই দেয়ালের বৃত্ত ।
একটি জগৎ সৃষ্টি করে দেখো
ধরো তোমার পূর্ব থেকে পশ্চিমের দেয়াল
সাহারা মরু থেকে আফ্রিকার গোলাপ উদ্যান
কোথাও পাবে কি তুমি পৃথিবী সৃষ্টির সূত্র ?
পৃথিবী জ্যােতিষ্কময়
যুগে যুগে ফিরে দ্যাখে
সাগরের তলদেশ
ভলগা থেকে গঙ্গারতট
চান্দ্র মাস ফিরে
সূর্য মাস আসে
পূর্ণিমা তিথি আগমন ঘটে
এক ঘূর্ণনে চন্দ্র গ্রাস করে
পৃথিবীর শুভ্রতারা, জলরাশি ।
শিশির ঘুমায় কি তখন
ঐ নীল আকাশের নিচে ?
আলোর নগর সাজে বিষবাষ্পে ?
জীবন চাকা হঠাৎ থামে এখানে
বাতাস, স্বেদ, গন্ধ নেই যেখানে ।